রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন - আরডব্লিউডিও

Reliant Women Development Organization - RWDO

সর্বশেষ:

কর্ম কৌশল

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-আর.ডব্লিউ.ডি.ও ১৯৯৮ সালে অনুষ্টিত একজন নারী কতৃক পরিচালিত শিশু ও দুঃস্থ নারীদের কল্যান এবং কিশোর-কিশোরী, যুবক-যুবতী এবং সমাজের বিভিন্ন দিক থেকে সুবিধা বঞ্চিতদের ক্ষমতায়নের উদ্দেশ্য নিয়ে বৃহত্তর সিলেট বিভাগে কর্মরত একটি অলাভজনক, অরাজনৈতিক সংস্থা। প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) সুবিধাভোগিদের কাছে ইহার সুবিধা পৌছেছে। ইহার প্রধান কর্মএলাকা হল সিলেট বিভাগের বিভিন্ন হাওর অঞ্চল, সিলেট মহানগরীর বস্তি ও পার্শ্ববর্তি এলাকার বিভিন্ন চা-বাগানের শ্রমিক সম্প্র্রদায় ।

 

চা-বাগানঃ চা-বাগান এলাকা ঐতিহ্যগতভাবে, সামাজিক গতিশীলতা এবং ক্ষমতার সম্পর্কের ভিত্তিতে একক ও সমজাতীয়। অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। যাদের বৃটিশ উপনিবেশিক ব্যবসায়ীরা মুলতঃ এই সকল এলাকায় নিয়ে আসে।তারা মুলত ভারতের উড়িষ্যা থেকে আসে। প্রথা অনুযায়ী চা-বাগান কতৃপক্ষ শ্রম-শক্তির উপর নিয়ন্ত্রন বিস্তার করে আসছে। বিনিময়ে তারা পাচ্ছে একটি ন্যুনতম আয়ের সুবিধা, যা দৈনিক মাত্র ৫৫/- টাকা। অন্যদিকে তাদের বাচ্চাদের জন্য পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থার অভাব প্রকট। আরডব্লিউডিও চা-বাগান এলাকার বাচ্চাদের শিক্ষার জন্য ইসিডি সহ বিভিন্ন প্রকল্প হাতে নেয় এবং তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে আসছে। সিলেট অঞ্চলের ১০টি চা-বাগানে ৩০টি ইসিডি স্কুলের মাধ্যমে আরডব্লিউডিও পুর্বে কাজ করে থাকলেও বর্তমানে দাতা সংস্থার অনুদান বন্ধ হয়ে যাওয়ার কারনে উক্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে চা-সম্প্রদায়ের জন্য সেনিটেশন প্রোগ্রাম অব্যাহত আছে ।

 

হাওর এলাকাঃ হাওর এলাকার জনগন একটি সমতার জীবন-যাপন করে। পানির জন্য হাওরের জনগন দীর্ঘ ৭ মাস মুলভুমি থেকে বিচ্ছিন্ন থাকে। নৌকাই তাদের যোগাযোগের একমাত্র উপায়। শুস্কমৌসুমে হাওরে যোগাযোগ অত্যান্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য। খাদ্য নিরাপত্তার কারনে যদিও ইহা বছর বছর ধরে কিছুটা উন্নতি লাভ করেছে। আরডব্লিউডিও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আগাম জাতের বীজ বপন ও ফসল উত্তোলনের জন্য নিরলসভাবে কাজ করেছে ।

 

বস্তি এলাকাঃ বস্তি এলাকার জনগন তাদের স্বাস্থ্য ও শিক্ষা সম্পর্কে খুব একটা সচেতন নয়। তাদের অনেকেই দারিদ্র সীমার নীচে বসবাস করে। তাই বাল্যবিবাহ, যৌতুক, কু-সংস্কার, অপকর্ম ইত্যাদি বেড়াজালে তারা আবদ্ধ। এমতাবস্থায় আরডব্লিউডিও বস্তিবাসীর জীবনমান উন্নয়নের জন্য কিশোর-কিশোরী, বাবা ও মায়েদের যৌন ও প্রজনন স্বাস্থ্যের উপর শিক্ষনীয় বিষয়গুলো সেশন ভিত্তিক দলীয় আলোচনার মাধ্যমে দীর্ঘদিন থেকে শিক্ষা প্রদান করে আসছে। এতে বস্তিবাসির মধ্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে, অপরাধ কর্মকান্ড হ্রাস পাচ্ছে, পরিবার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, যৌতুক ও বাল্য বিবাহ নিরুৎসাহিত হচ্ছে এবং সরকারের লক্ষ্য অর্জনে সহায়ক ভুমিকা পালন করতেছে ।

 

এছাড়াও সরকারী, আধাসরকারী ও বেসরকারী বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্টানের সাথে সম্মিালতভাবে আরডব্লিউডিও কাজ করতেছে ।