রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন - আরডব্লিউডিও

Reliant Women Development Organization - RWDO

সর্বশেষ:

পঠভূমি

রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন – আরডব্লিউডিও একটি বেসরকারী উন্নয়ন সংস্থা যেটি বাংলাদেশের দক্ষিন-পুর্ব অঞ্চলে কার্যক্রম পরিচালনা করিতেছে। এটি ১৯৯৮ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয় এরং সিলেট বিভাগের একটি স্বনামধন্য মহিলা প্রধান সংস্থা হিসাবে স্বীকৃত। দারিদ্র বিমোচনের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে সমাজের সুবিধা-বঞ্চিত মানুষের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সংস্থাটি তার কার্যক্রম শুরু করে। আরডব্লিউডিও এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোছাঃ সমীতা বেগম মীরা ২০০০খ্রীঃ সিলেট বিভাগ থেকে শ্রেষ্ঠ মহিলা উদ্যোক্তা হিসেবে জাতীয় যুব পুরস্কার লাভ করেন। এছাড়া বিগত ৯ই ডিসেম্বর ২০১৫ইং অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসে ২০১৫ সালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসক কতৃক “সমাজ উন্নয়নে নারী” ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য “জয়ীতা” ২০১৫ পুরুস্কারে ভুষিত হন।